ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় জাসদ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৮, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ মশালের পাশাপাশি নৌকা প্রতিক নিয়েও নির্বাচন করতে চান। জোটবদ্ধভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোটে যেতে চায় হাসানুল হক ইনুর দলটি।     

এ বিষয়ে ইনু রোববার প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। দলটির সহদফতর সম্পাদক সাজ্জাদ হোসেন চিঠিটি সিইসির কাছে পৌঁছে দেন।

এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরীক জাসদ নবম ও দশম সংসদ নির্বাচনেও কয়েকটি আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

ইনু নিজেও কুষ্টিয়া-২ আসন থেকে গেল দুবার জোটগতভাবে নৌকা প্রতীকে নির্বাচনে গিয়ে জিতে এসেছেন।

সিইসিকে দেয়া জাসদ সভাপতির চিঠিতে বলা হয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতোই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে।

‘এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ২০-এর ১-এর (এ) ধারা অনুযায়ী, ১৪-দলীয় জোটের শরিক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪-দলীয় জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনী প্রতীক নৌকা সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।’

চিঠির অনুলিপি ইসি সচিব ও ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিবের কাছেও পাঠানো হয়েছে।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি